জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সাম্প্রতিক ভারী বষর্ণে জলাবদ্ধতা এবং ভুমিধস এর ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা সদর জোন। বুধবার ( ৩০ অক্টোবর ) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর জোনে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের মাঝে হাতে তুলে দেন।
প্রধান অতিথি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি বিতরণ অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতা ভুমি ধস এবং প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলাদি, গবাদিপশুসহ বিভিন্ন আসবাপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয় যার উদ্ধার কার্যক্রমে খাগড়াছড়ি জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে যথাযথ ভুমিকা পালন করেছে। আজ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদাণের কার্যক্রম গ্রহণ করে। জোন এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিস্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।
অনুদানে যা ছিল ঢেউটিন, টিউবওয়েল, সেলাই মেশিন, ছাগল, সার, বীজ ক্রয় এবং ঘরের আসবাপত্র ক্রয় করতে নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়া জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদর জোন জানায়, খাগড়াছড়ি সদর জোনের আওতাধানী সদরের বিভিন্ন এলাকার ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারের মাঝে ১৫ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বন্যার্তরা জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিউবওয়েল পর্যন্ত ক্ষতি হয়েছে। আজ সেনাবাহিনীর মানবিক সহায়তা পেয়ে আমরা খুব খুশি এবং কৃতজ্ঞতা জানায়।