একরামুল হক বেলাল, পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুর অয়েল ডিপোতে অস্থায়ী কর্মরত শ্রমিকদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরকরনের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টায় পার্বতীপুর অয়েল ডিপোর মেইন গেটের সামনে ডিপোতে অস্থায়ী কর্মরত শ্রমিকরা তাদের ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন করে।
সরকারি জ্বালানি সেক্টর বিপিসি’র অধীনস্থ প্রতিষ্ঠান সমূহের বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ পার্বতীপুর অয়েল ডিপো শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা অয়েল কোম্পানীতে কর্মরত মেসবাহ উদ্দিন, পদ্মা অয়েল কোম্পানীতে কর্মরত আবু দাউদ, আমিনুল ইসলাম এবং মেঘনা পেট্রোলিয়ামে কর্মরত নুরুজ্জামান, সাকির হোসেন প্রমুখ।
দাবী সমূহ, সকল অস্থায়ী কর্মচারীদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানের অধীনে ক্যাজুয়াল হিসেবে অন্তভর্‚ক্তকরন, বেতনভাতা বৃদ্ধিসহ গ্রহনযোগ্য নীতিমালা প্রণয়ন, অবসরকালে যথাযথ সম্মানী ভাতা প্রদান ও প্রধান কার্যালয় ও সকল ডিপোতে কর্মরত শ্রমিক কর্মচারীদের নির্ধারিত ও সমহারে মজুরী দিতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে দাবীসমূহ আদায়ের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ সময় ডিপো থেকে কোন তেল সরবরাহ হয়নি।