মো জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী তেঁতুলিয়ায় পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন। যুবদল নেতা দেলোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আল করিম সরকার, ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সোহেল রানা মানিক প্রধান, সামিউল করিম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব,শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, প্রমূখ। এছাড়াও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, ,উপজেলা মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল, সদর ইউনিয়ন বিএনপির যুবদলের আহবায়ক এরসাদুল আলম, ১নং ইউনিয়ন বিএনপির সম্পাদক রাশেদ সরকার, ২নং ইউনিয়ন বিএনপির সভাপতি আমান আলী,৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আলম,সহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দেশ একটি কলংক অধ্যায় অতিক্রম করেছে। দেশে এখন সকল রাজনৈতিক দল গুলো স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছে। গত ১৬ বছর আমাদেরকে কোন মিটিং মিছিল সভা করতে দেয়া হয়নি। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ ভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার।