প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
রংপুরে উপজেলা দিবস পালন করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠন
স্টাফ রিপোর্টার ॥ “তুমি ধন্য-উপজেলা পরিষদ সৃষ্টির জন্য” পল্লীবন্ধু এরশাদ অমর হোক-এই স্লোগানকে সামনে রেখে রংপুরে উপজেলা দিবস পালন করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠন। দিবসটি উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালেয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য মোঃ রুহুল আমিন লিটন, ফারুক হোসেন মন্ডল, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহবায়ক ইউসুফ আহমেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলামসহ জাতীয় পার্টি রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের নেতা-কমৃীবৃন্দ।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.