প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ১:০৬ অপরাহ্ণ
নবাবগন্জ উপেজলার হরিপুর বিটের বস্তাপাড়া গ্রামে বন বিভাগে ৫০০ টি আকাশমনি গাছ কর্তন
মাহবু্ব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর জেলার নবাবগন্জ উপজেলার হরিপুর বিটের বস্তাপাড়া গ্রামে বন বিভাগের সরকারী জায়গার উপরে রক্ষিত আনুমানিক ৫০০ টি ৩/৪ বৎসর বয়সী আকাশমনি গাছ কর্তন করে প্রায় ৩ বিঘা জমি জবর দখল করে দুসকৃতিরা মাশ কালাই চাষ করায় জন্য জমিতে গবরসহ রাসায়নিক সার প্রয়োগ করেছেন। এভাবে দুসকৃতিরা অবৈধ্য ভাবে আকাশমনি গাছ গুলো কর্তন করায় ২৫ লক্ষ টাকা ক্ষতি সাধান হয়েছে।
এ বিষয়ে নবাবগন্জ থানার বিট কর্মকর্তা মোঃ ছামসুল ইসলাম বাদী হয়ে মোঃ কামরু্জ্জান ও মোঃ আব্দুল খালেক সহ ৬ জন সহ অঙ্যাত আরও ৮/১০ জনকে আসামী করে নবাবগন্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে নবাবগন্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ওয়াদুত হোসেন জানান এজাহার কপি হাতে পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষী ব্যাক্তিদের আইনের আওতায় আনা হবে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.