মিজানুর রহমান-ভোলা প্রতিনিধি ; বাংলাদেশ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়,ভোলায়। ইলিশ আল্লাহর দান, এটিকে যদি সংরক্ষণ করে বড় হওয়ার সুযোগ দেয়া হয় তাহলে ভোলার জেলেরা দরিদ্র থাকতে পারেনা। এখানে যে মহিষ আছে এ মহিষের টক দধির ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে। এখানে অসংখ্য চর রয়েছে জেলেরা যদি মহিষসহ বিভিন্ন পশু লালন-পালন করে তাহলে তাদেরকে ভিজিএফ এর চালের দিকে তাকাতে হবেনা। মা ইলিশ রক্ষায় যে অভিযান চলছে তা জেলেদের কোনো শাস্তি নয়, আপনারাই মা ইলিশ রক্ষা করছেন, আপনাদেরকে সালাম জানাই।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল বালুর মাঠে ইলিশের প্রধান প্রজনন মৌসূমে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ে স্টোক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত সচেনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন,আপনারাই মা ইলিশ রক্ষা করে বাংলাদেশের তিনভাগের একভাগ অংশের ইলিশ সম্পদ নিশ্চিত করছেন। এই সময়ে যারা ১২৪টি চরে অবৈধ জাল ফেলে রেনুসহ মা ইলিশ ধ্বংস করছেন তারা প্রকৃত জেলে নয়,তারা ব্যবসায়ী দুবৃত্ত মৎস্য খুনি। তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। এ সময় জেলেদের দাবীর প্রেক্ষিতে তিনি ইলিশের বাড়ি চাঁদপুর নয়, এখন থেকে ভোলাকে ইলিশের বাড়ি ঘোষনা করেন।
ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার,মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিল্লুর রহমান, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক, কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাহীন মজিদ (জি) বিএন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বরিশাল অঞ্চলের নৌপুলিশসুপার নাজমুল হোসেন, ইলিশ প্রজনন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদউল্লাহ। জেলেদের মধ্যে বক্তব্য রাখেন, ধনিয়া ইউনিয়নের মোঃ এরশাদ, মেদুয়া ইউনিয়নের মোঃ জাভেদ মাঝি, ধনিয়া ইউনিয়নের মোঃ বশির মাঝি।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যবৃন্দ।