বীরগঞ্জে বিনামূল্যে পিপিআর রোগের গণটিকা প্রদান কর্মসূচী
‘নিয়মিত পিপিআর টিকা করি, পিপিআর মুক্ত বাংলাদেশ গড়ি ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের কবিরাজ হাটের ধীরেন্দ্র নাথ রায় এর মিল চাতালে, বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে পিপিআর রোগের গণটিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২১ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় বীরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গণির সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন পিপিআর একটি মারাত্মক রোগ এবং এই রোগে প্রতিবছর বাংলাদেশে প্রচুর ছাগল ভেড়া মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই রোগ নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংসের উৎপাদন বৃদ্ধি এবং পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে। সেই সাথে বিদেশে রপ্তানি করণ ক্ষমতা অর্জন করবে। আগামী ২০৩০ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ছাগল উৎপাদনে প্রথম স্থানে যাবে। এই সময় তিনি উপজেলার প্রাণি সম্পদ কার্যালয়ের চিকিৎসকদের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা দিতে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম সহ আরো অনেকে । এই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।