মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরে ৯৮ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেল সহ পিন্টু আলি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অপর এক ব্যবসায়ী ইউনুস আলি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন রতনপুর আইসি ক্যাম্পের ইনচার্জ এস আই প্রহলাদ, এ এস আই দরবেশ ও সঙ্গীয় ফোর্স সহ গতকাল শনিবার ভোরে মুজিবনগর উপজেলার আনন্দবাস পশ্চিম পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার জনৈক শরিফুল ইসলামের রাইস মিল সংলগ্ন তিন রাস্তার মোদ হতে আনন্দবাস গ্রামের হায়দার আলীর ছেলে পিন্টু আলী(৩০)কে একটি ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটর সাইকেলসহ আটক করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক মাদক ব্যবসায়ী একই গ্রামের আহসান মন্ডলের ছেলে ইউনুস আলী (৪০)পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে ঝুলিয়া রাখা বস্তার ভিতর থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে- ২০১৮ সালের মা: নি: আইনের ৩৬ সারনীর ১৪(গ)/৩৮ ধারায় মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে এবং পলাতক মাদক ব্যাবসায়ীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.