প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ
আদিতমারীর ভেলাবাড়ীতে মসজিদের জমি দখল করে বসতবাড়ী

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী নামড়ীপাড়া গ্রামের নামড়ীপাড়া জামে মসজিদের রেকর্ডভুক্ত নামীয় জমি ওই গ্রামের মৃত্য জহির উদ্দিনের পুত্র নবিউজ্জামান,বদরুজ্জামান, মফির আলী,নুরুজ্জামান, খায়রুজ্জামান, মোজাম্মেল হক জবর দখল করে বসতবাড়ী করেছে। উক্ত মসজিদের জমি উদ্ধারের জন্য আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন মাহাবুবহোসেন প্রামানিক। অভিযোগে বলা হয়েছে, উক্ত মসজিদের নিম্ন তফশিল বর্ণিত ৫২ শতক জমিতে জোরপুর্বক দীর্ঘদিন থেকে বসতবাড়ী নির্মাণ করে দখল করে আছে। একাধিকবার প্রতিপক্ষকে মসজিদের জমি ছেড়ে দেয়ার কথা বললে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। ফলে নিরুপায় হইয়া মসজিদ পক্ষথেকে মাহাবুব হোসেন প্রামানিক কে বাদী করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর অন্য ২৫৫/২১। উক্ত মামলায় বিজ্ঞ আদালত সন্তেষ্টো হয়ে প্রতিপক্ষকে সমনজারী করেন। প্রতিপক্ক বার বার টাইমপিটিশন দিয়ে বিভিন্ন অজুহাত দিখিয়ে কালক্ষেপন করিয়া বাদীকে হয়রানী করছেন। বর্তমান মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় প্রতিপক্ষগন আবারো মসজিদের ২৮ শতক জমি দখল করে ভুট্রারোপন করে। মসজিদের মুসল্লীগন প্রতিবাদ করিলে বিভিন্ন প্রকার গালিগালাজ হুমকি প্রদান করে। মুসল্লিগন নিরুপায় হইয়া স্থানীয় ভাবে,মিমাংসার চেষ্টা ব্যর্থ হইয়া উপজেলা নির্বাহী অফিসার, আদিতমারী থানা ইনচার্জ, সভাপতি ইসলামিক ফাউন্ডেশনে বরাবর অভিযোগ দাখিল করেন। এব্যাপারে আদিতমারী উপজেলার নির্বাহী অফিসার জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রতিপক্ষকে জিজ্ঞাসা করলে তারা নিজস্ব জমি বলে দাবি করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.