জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)ঃ“আগামী প্রজন্মকে সক্ষম করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা সাঁথিয়া উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩অক্টোবর) দুপুরে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ফজলুল বারী,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সাংবাদিক খালেকুজ্জামান পান্নু,তাইজুল ইসলাম,এম জে সুলভসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।