প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ণ
হাকিমপুরে শারদীয় দুর্গা পুজার ২১ টি মন্ডপ পরিদর্শন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার
মাহবুবব হোসেন মেজর জেলা প্রতিনিধি দিনাজপুর। ষষ্টিপুজার মধ্য দিয়ে গত বুধবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে' বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজা। প্রতিটি মন্ডপেই পূজা উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিন বৃষ্টির মাঝেই মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বিভিন্ন মন্দিরে পরিদর্শন করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর সহকারী ভুমি কমিশনার মোছাঃ লায়লা ইয়াসমিন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিয়া, থানার সেকেন্ড অফিসার এস আই আরিফ এস আই সাদ্দাম, এ এস আই রন্জু সহ আনছার, পুলিশ বিজিবি সদস্যগন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পি , জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম সহ অনেকেই।
৪ সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশকে নিয়ে স্বামীবাড়ি থেকে মর্তলোকে বাবারবাড়িতে আগমন করেছেন দেবি দুর্গা।
গত বুধবার সকাল থেকে মন্ডপে মন্ডপে ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। ভক্তবৃন্দের বাসনা পৃথিবী থেকে সব অশুভ বিনাশ করে শান্তির বার্তা দিবেন দুর্গতিনাশিনী । মর্তলোকে দোলনায় আগমনের পর হাতির পিঠে চড়ে রোববার দশমীর বিজয়যাত্রার মাধ্যমে কৈলাশে স্বামীর সংসারে ফিরে যাবেন দশভুজা দুর্গা।
এ বছর হাকিমপুরে ২১ টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দৃর্গাপুজা অনুষ্ঠান। ২১ টি পৃজা মন্ডপে শান্তি পুর্ন নিরাপত্তা জোরদার করতে হাকিমপুরে আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।
মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট সনাতন ধর্মালম্বীদের সাথে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনা দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।তিনি বলেন দুর্গাপুজা শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। থানা পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দা পুলিশ।
দূর্গাপূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রতিটি মন্ডপে দায়ীত্ব পালন করছে। তাই এবারের পৃজা শান্তি পৃর্ন ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দৃর্গা পুজা অনুষ্টিত হচ্ছে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.