মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলার মুজিবনগরে একটি স্কুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জায়িম হোসেন,তসিন আলি,ফারুক ও আবু সুফিয়ান নামের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস তারানগর-জয়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত জায়িম হোসেন(৮) তারানগর গ্রামের আজিজুল হকের ছেলে, তসিন আলি (৯) আনন্দবাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে, ফারুক (৮) জয়পুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে এবং আবু সুফিয়ান শুভ (৯) বাগোয়ান গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে গতকাল মঙ্গলবার সকালে মুজিবনগরের কেদারগঞ্জ জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমীর একটি গাড়ি ছাত্রদের নিয়ে জয়পুর-তারানগর থেকে স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে আনন্দবাস-জয়পুরের মাঝামাঝি স্থানে এসে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এতে ওই সকল ছাত্ররা আহত হয়। আহত ছাত্ররা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.