নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় ভাসমান অবস্থায় পুকুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার নরদাশ ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামের একটি পুকুর থেকে ওই স্কুল ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়। এসময় থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম ইয়ামিন ইসলাম সবুজ। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। নিহত ছাত্র হাটমাধনগর হাইস্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। সে শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যা রাত থেকে নিখোঁজ ছিলেন। এলাকাবাসি সুত্রে জানাগছে,কাস্টো নাংলা গ্রামের আকরাম হোসেনের নমব শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল। এরং এরপূর্বে প্রেম ঘটিত কারনে সবুজকে মেরে গুরুতর আহত করে আকরাম ও তার পরিবারের লোকজন। এসময় একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। তবে অভিযুক্ত আকরাম ও তার পরিবারের সদস্যরা্ এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। এবিষয়ে থানা পুলিশ বলছেন, এই হত্যাকান্ডের ঘটনায় পরিবার ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে যে, প্রেমঘটিত কারণে সবুজকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশ বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার সময় সবুজের চোখ এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। আর ঘটনাস্থলের পাশে একটি লোহার রড় ও একটি চেইন পাওয়া গেছে। আলামত সংগ্রহের পর এগুলো তদন্ত করা দেখা হচ্ছে। সবুজের শরীরে ঠিক কিসের আঘাত রয়েছে তা তারা এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।