পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে সূর্যমূখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ গাছ বিক্রয়ের ১ লাখ টাকা আত্মসৎ করার অভিযোগ পাওয়া গেছে। পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডীপুর ইউনিয়নে ৩ ওয়ার্ডের ক্যাচমেন্ট এলাকাবাসী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মছকুরা খাতুনের বিরুদ্ধে গত ৩১ জুলাই-২৪ তারিখে বিদ্যালয়ে মাঠের বিভিন্ন প্রকার আম, ইউক্যালিপ্টার্স ও আকাশমনি ৬টি গাছ লক্ষাধিক টাকা বিক্রয় করে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকা বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে ছাত্র/ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণসহ শিক্ষার্থীদের দ্বারা ওয়াশরুম পরিষ্কার করানো, শিক্ষার্থীদের ওয়াশরুম ব্যবহার করতে না দেয়া, শ্রেণী কক্ষে টিফিন খেতে না দেয়া, শিক্ষার্থীদের খোলা আকাশে টিফিন খেতে বাধ্য করাসহ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর-২৪ তারিখে উপজেলা শিক্ষা অফিসার নিকট একটি লিখিত অভিযোগ করেন অভিভাবকরা। অনিয়ম তদন্ত সূর্যমূখী সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষিকা মছকুরা খাতুনের বিরুদ্ধে আনিত অভিযোগের গত ১৭ সেপ্টেম্বর-২৪ তারিখে ৩ সদস্য তদন্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল বারী খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান বলে জানান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান। সূর্যমূখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ গাছ করর্তনে ১ লাখ টাকা আত্মসৎ করার অভিযোগ বিষয়টি সত্যতা স্বীকার করেন সহকারী শিক্ষিকা শেফালী রাণী। এ অনিয়মের অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা মছকুরা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে ওই স্কুল হতে বদলী হয়েছি বলে ফোন কেটে দেন তিনি।