নিজস্ব সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদর্শ হাইস্কুল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখা আয়োজিত মতবিনিময় সভায় দেশের বিগত আওয়ামীলীগ সরকারি দলের নেতা-কর্মি ও তাঁদের দলীয় নির্দেশিত প্রশাসনের দুঃশাসন, নিপিড়ন ও নির্যাতনের শিকার হয়ে অনেক নির্দোষ- লড়াকু সৈনিক, পথিতদশা, ত্যাগী, জ্ঞানি ও গুণী ১১ জন ব্যক্তিদের ফাঁসিতে হত্যা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতি অত্যাচার ও জুলুম চালিয়েছিলেন এর ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে চলতি রাজনৈতিক প্রেক্ষাপটে সকল সহায়তার স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সহায়তা কামনা করে মতবিনিময় সভায় বক্তব্য করেন, কেন্দ্রীয় মসলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মসলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, পৌর আমির মাওলানা সাখাওয়াত হোসেন, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।
এ সময় বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে স্বাধীনতা ও মান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের উত্তরে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় মসলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের দূর্নীতির বিরুদ্ধে লিখে সাহসিকতার পরিচয় দানের আহবান জানান। সেই সাথে তিনি আসন্ন শারদীয় দূর্গাউৎসবে সনাতন ধর্মীয় ভাব-গাম্ভীর্য রক্ষায় সুষ্ঠুভাবে পালনের সহায়তা করার আহবান জানান।।