আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট (নওগাঁ) .
নওগাঁর ধামইরহাটে মুসলিম ছাত্র-জনতার উদ্যোগে ভারতে রামগিরি ঠাকুর ও বিজেপি নেতা নিতেশ রান কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদান করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী মাসুদ রানা’র সঞ্চালনায় ৩ অক্টোবর দুপুর ২ টায় ধামইরহাট জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টিন মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে মহানবীকে অবমাননার প্রতিবাদে বক্তব্য রাখেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন বেলাল, হাফেজ ইউসুফ আলী হাবিবী, মাওলানা মো. ফারুক হোসাইন, মো. আব্দুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ নোমান প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হাফেজ মো. মোস্তফা জামান।
বক্তাগণ হুজুরপাক স. এর শানে কোন প্রকার মানহানিকবর বক্তব্য ও তাঁর শানের খেলাপ না করতে ভারত সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন এবং রামগিরি ও নিতেশ রানের ফাঁসির দাবী জানান। সবশেষে সর্বস্তরের জনতার বিপুল উপস্থিতি ঘটলে একটি বিক্ষোভ র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।