মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড পদ্ধতিতে হাইব্রিড বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নবীনগর গ্রামের মাঠে ধান কাটার উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর কৃষি খামার বাড়ির উপ-পরিচালক ভারপ্রাপ্ত মুহাম্মদ শামসুল আলম খান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান, মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তাধ মোছাঃ নাসরিন আক্তার, মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমুখ। ৯৫ জন চাষির ১শত ৫০বিঘা জমির ধান কাটার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.