প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৪:১৩ অপরাহ্ণ
বাঁশখাালীতে মানব পাচার ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ; চট্টগ্রামের বাঁশখালীতে মানব পাচার, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে জনৈক এনামুল হকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
দুপুর ১২ টার দিকে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া বাজার স্মাট কনভেনশন সেন্টারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় মানববন্ধনে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া মীরা পাড়া ৮ নং ওয়ার্ডের রহমান মিয়ার পুত্র মানবপ্রচারকারী এনামুল হকের কাছ থেকে অর্থ ফেরত ও বিচার দাবি করেন। অভিযুক্ত এনামুল হকের বিরুদ্ধে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে উপস্থিত হয়ে পুঁইছুড়ি ইউপির নুর মোহাম্মদ, নুর উদ্দীন, মোস্তাক মিয়া, মোঃ বাবুল, চাম্বল এলাকার গিয়াসউদ্দিন, মহিউদ্দিন, পেকুয়া শীলখালী এলাকার শহীদুল কবির, আবু ছিদ্দিক, ছনুয়া এলাকার কামরুল হাসান সহ ৯ জনকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে ১০ লক্ষ টাকার চুক্তিতে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী বাঁশখালী চাম্বল ইউপির মহি উদ্দিন জানান, জুলাই মাসের ১৭ তারিখ কানাডা নিয়ে যাওয়ার কথা বলে ১০ লক্ষ টাকার চুক্তিতে অগ্রিম ৪ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে আমাদের সাথে নানান টালবাহানা শুরু করে এবং আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে আমাদের বিরুদ্ধে বাঁশখালী ও কক্সবাজার এলাকায় হয়রানি মূলক পৃথক ২ টি মিথ্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত এনামুল হকের সাথে মুঠোফোনে বেশ কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন টি বন্ধ পাওয়া যায়।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.