প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় অবৈধ ভাবে জমি দখলে বাধা দেওয়ায় হামলা !
নাটোর প্রতিনিধি. নাটোরের বাগাতিপাড়ায় বাসস্থানের জায়গা দখল করতে না দেওয়ায় এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সকালে উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আ. বারীর স্ত্রী ফরিদা ইয়াসমিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. (মাল্টিপারপাস সোসাইটি) কর্তৃপক্ষের কাছ থেকে তাদের জমি ও গৃহ ভাড়া নিয়ে প্রায় দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করছেন মৃত আ. বারীর পরিবার। তবে বসবাসের ঘরগুলো দীর্ঘ দিনের হওয়ায় বসবাস অনুপযোগী হলে পুনরায় ওই সমিতি কর্তৃপক্ষের কাছ থেকে চুক্তি করে ঘর সংস্কার করতে থাকে ওই পরিবার। তখনই বাধে বিপত্তি। পার্শ্ববর্তী লক্ষণহাটি মহল্লার মৃত সরফরাজুল ও মকবুল হোসেনের পরিবার ওই জমি তাদের বলে দাবি করে এবং গৃহ নির্মাণ কাজ বন্ধের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালাতে তারা মামলা দায়ের করেন। মামলার রায় সমিতির পক্ষে আসলে থানা পুলিশ এবং সেনা ক্যাম্পকে অবগত করে তারা পুনরায় গৃহ নির্মাণ কাজ শুরু করে। তবে কাজ চলা অবস্থায় মঙ্গলবার সকালে আদালাতের আদেশকে অমান্য করে তারা নারী পুরুষ নিয়ে এসে ওই বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর ও লুট করে। এতে ওই পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে নারী পুরুষ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বাগাতিপাড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. এবং সমবায় কর্তৃপক্ষ জানান, হামালা কারীদের বিরুদ্ধে আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.