আতিউর রহমান, বিরল (দিনাজপুর): বিরলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে।
মঙ্গলবার দুপুরে বিরল উপজেলা পরিষদের সম্মূখ সড়কে বৈষম্য দূরীকরণে সকল স্তরের বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আহŸায়ক আনিছুজ্জামান মিলন। সমাপনী বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান। বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সদস্য সচিব নাজমুল হক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিরল মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মোঃ মিজানুর রহমান, কাজিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল হাকিম, দেওয়ানদিঘী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, তেঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর ইসলাম জুয়েল, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বালান্দোর উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল কবীর, ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ রায়, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল রায়, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহেদুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার যুগ্ম আহŸায়ক শামিমুর রহমান, রবিউল ইসলাম, আব্দুল হাকিম প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর নিকট বৈষম্য দূরীকরণে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।