শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-৯, সিলেট এর যৌথ অভিযানে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী গ্রেফতার

র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-৯, সিলেট এর যৌথ অভিযানে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী গ্রেফতার

৫৯ Views

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন কিচক এলাকার একজন মহিলা শিবগঞ্জ থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, সে তার স্বামীর সাথে বগুড়ায় ভাড়া বাসায় থাকে। গত ০৬/০৬/২০২৪ ইং তারিখ তার ভাসুর মোঃ আঃ ওহাব (৪৫) রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকার সময় অসুস্থ শ্বাশুড়ীকে দেখার জন্য শহরের বাসায় যেতে বলেন। তখন বিশ্বাস করে সে তার ভাসুরের সাথে শ্বাশুড়ীকে দেখতে যায়। যাওয়ার পথে শিবগঞ্জ থানাধীন কিচক ইউনিয়নের মহিষট্ট গ্রামের কাছাকাছি পৌঁছলে তার ভাসুর আঃ ওহাব(৪৫)সহ আরো একজন মিলে আকাশমনি বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে ইচ্ছার বিরুদ্ধে উভয়েই জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানার মামলা নং-১৭/২৮১, তারিখ ০৮ জুন ২০২৪ ইং, ধারা ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোনী ২০২০) রুজু হয়। এ ঘটনার পর থেকেই র‌্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই ২০২৪ ইং তারিখ ১৭১০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন তালতলা পয়েন্টস্থ বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রহমানিয়া বোডিং আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ আঃ ওহাব (৪৫), পিতা-মৃত আলকাস, সাং-মহিষট্র, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়। ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানা, সিএমপি হস্তান্তর করা হয়েছে।

 

Share This