ইসাহাক আলী, নাটোর, ১৬মে- নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান। নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, শহরের অভ্যন্তরের প্রধান সড়কের চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য উভয় পাশের অধিগ্রহণকৃত এবং অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
সকাল ১১টার দিকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ সচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান।অভিযানে নাটোর শহরের বহু পুরাতন স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।আগামি তিনদিন এ অভিযান চলবে বলে জানান তিনি।৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে বেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে দুই লেনে বিভক্ত করার কাজ শুরু হয় ২০১৭ সালে।মামলা সহ নানা জটিলতায় মাঝপথে আটকে ছিল কাজটি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.