মেহের আমজাদ,মেহেরপুর : আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হয়ে ঢাকা থেকে মেহেরপুরে পৌঁছালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে মফিজুর রহমান মুক্ত মঞ্চে মাহফুজুর রহমান রিটন কে সংবর্ধনা দেয়া হয়।
মেহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ ম হারুন ইমতিয়াজ-বিন জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ গোলাম রসুল,সাবেক প্রশাসক অ্যাডঃ মিয়াজান আলী,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ। এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা মাহাফুজুর রহমান রিটনের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মেহেরপুর পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
এর আগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন দ্বিতীয়বারের মতো নৌকা প্রার্থী হয়ে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে পৌঁছালে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে এর আগে মাহফুজুর রহমান রিটন ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাঁকে মেহেরপুরে নেওয়া হয়। মাহফুজুর রহমান রিটন একটি খোলা মাইক্রোর উপরে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এ সময় শত শত মোটরসাইকেল, ইজিবাইক,রিক্সা সহ অন্যান্য যানবাহন শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.