মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবির আওতাধীন বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বড়গ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক এবিএম জাহিদুল করিম।
উক্ত সভায় অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, পুলিশিং কমিটির প্রতিনিধি, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউ পি সদস্যগণ, সংরক্ষিত মহিলা সদস্যগণ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির প্রতিনিধি, প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ২৯ বিজিবির অধিনায়ক এ বি এম জাহিদুল করিম বলেন, জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সম্প্রদায়িক মনোভাব পরিহার ও সকল বৈষম্য ভেদাভেদ ভুলে ধর্ম যার যার দেশ সবার এই মূল মন্ত্রকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার,কোন ধরনের অপ্রীতিকর ঘটনা/দুর্ঘটনা প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত এলাকায় গমনের কারনে প্রতিবেশী বিএসএফ দ্বারা অনাকাক্সিক্ষত হত্যাকান্ডের স্বীকার না হওয়া, দায়িত্বপূর্ণ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সহ চলমান পরিস্থিতিতে অবাদে সীমান্তে পারাপার রোধকল্পে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা শুন্যের কোঠায় এসেছে কেউ যেন অবৈধ্য পথে কাটা তারের বেড়া ভেদ করে প্রবেশ করতে না পারে। সীমান্তে একটি হত্যা একটি পরিবারের অফুরন্ত ক্ষতিসাধন হয়। এমন দৃশ্য যেন আমাদের না দেখতে হয়।