প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৪, ২:০১ অপরাহ্ণ
জনসংযোগ, ব্র্যান্ডিং ও মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ লাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় দিনব্যাপী জনসংযোগ, ব্র্যান্ডিং, মার্কেটিং ও অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্কশপের উদ্বোধন করেন আঞ্চলিক স্কাউটসের সহ সভাপতি মোঃ আখতারুজ্জামান, এএলটি। সভাপতিত্ব করেন বর্ষীয়ান লিডার ট্রেনার মোঃ জালাল উদ্দীন।
বিকেলে ওয়ার্কশপের সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক স্কাউটসের কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক কোষাধ্যাক্ষ মোঃ মনজুরুল হক, যুগ্ম সম্পাদক মোঃ সাফিউল ইসলাম, লিডার ট্রেনার আনজুমান আরা বেবী, দেবীগঞ্জ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন ও মোঝ সৈকত হোসেন।
ওয়ার্কশপে জনসংযোগ ও মার্কেটিং বিভাগের বিভিন্ন কার্যক্রম ও তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, সামাজিক যোগাযোগসহ বিভিন্ন প্রচার মাধ্যমে স্কাউটিং কার্যক্রমের প্রচারণায় করণীয় ও স্কাউট সদস্যদের অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ে আলোচনা করা হয়। সুপারিশমালা উপস্থাপনের মাধ্যমে ওয়ার্কশপের কার্যক্রম শেষ হয়। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ওয়ার্কশপে দিনাজপুর অঞ্চলের ৮০ জন রোভার স্কাউট ও স্কাউটার অংশগ্রহণ করে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.