সাঁথিয়ায় খড়ার জালে ৮কেজি ওজনের বোয়াল মাছ দাম ১০হাজার টাকা
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় কাগেশ্বরী নদীতে আনন্দ হলদার নামের এক জেলের খড়ার জালে ৮কেজি ওজনের বড় আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ধরার খবরে মাছটি দেখতে এলাকাবাসি ভীর জমায়।
গতকাল সোমবার(১৬সেপ্টেম্বর)বিকেল চারটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে কাগেশ্বরী নদীতে খড়ার জালে মাছটি ধরা পড়ে।পরে বোয়াল মাছটি প্রতি কেজি এক হাজার ২৫০টাকা দরে মোট ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয়রা।
জেলে আনন্দ হলদার বলেন, প্রতিদিনের মত আমি খড়ায় মাছ ধরছি হটাৎ করে খড়ায় মাছটি উঠে আসে। পরে আশপাশের লোকজনের সহযোগীতায় মাছটি ধরি। তবে এ মাছটি কগেশ্বরী নদীর কি না সেটা বলতে পারছি না। মাছটি আমি এলাকাবাসীর অনুরোধে এলাকাতেই ১০হাজার টাকা বিক্রি করে দিয়েছি। মাছটি পেয়ে আমি খুব খুশি।
স্থানীয় জানিক শেখ জানান,আমাদের ধারণা বড় আকারের বোয়াল মাছটি কাগেশ্বরী নদীর হতে পারে আবার বানের পানিতে যমুনা নদী থেকেও আসতে পারে। তবে মাছটি বেড়া-সাঁথিয়ার বাজারে নিলে হয়তো একটু বেশি দামে বিক্রি করতে পারতেন তিনি। কিন্ত এলাকার মনুষের অনুরোধে লাভের চিন্তা করেননি আনন্দ হলদার।