শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ১৩জুলাই ড.মুহম্মদ শহীদুল্লাহ্’র ৫৫তম মৃত্যু বার্ষিকী

আজ ১৩জুলাই ড.মুহম্মদ শহীদুল্লাহ্’র ৫৫তম মৃত্যু বার্ষিকী

৩৫ Views

১৮৮৫সালের১০জুলাই অবিভক্ত ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামের এক বংশীয় পরিবারে জন্মগ্রহণ করেন।বহুভাষাবিদ ড.মুহম্মদ শহীদুল্লাহ্২৪ভাষা আয়ত্ব করেছিলেন।এর মধ্যে বাংলা, উর্দু,ফারসি,আরবি,ইংরেজি, অসমীয়া,ওড়িয়া,মৈথিলী, হিন্দি,পাঞ্জাবি,গুজরাটী, মারাঠি,কাশ্মীরি,নেপালী, সিংহলি,তিব্বতি,সিন্ধি, সংস্কৃত,পালি অন্যতম।তিনি১৯৪৮সালে বগুড়া আযিযুল হক কলেজের অধ্যক্ষ থাকাবস্থায় বগুড়ার তৎকালীন গুনীজনদের সহযোগীতায় ইসলামি গবেষণাধর্মী প্রতিষ্ঠান “বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ” প্রতিষ্ঠা করেন।বাংলা ভাষা সাহিত্যের উন্নয়নে অসামান্য ভূমিকা পালনের জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ’কে বলা হত “চলন্ত এনসাইক্লোপেডিয়া”।বহুভাষাবিদ ড.মুহম্মদ শহীদুল্লাহ ভাষার উপর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ পাকিস্তানের ‘প্রাইড অব পারফরম্যান্স’ পদক, হিলাল-ই ইমতিয়াজ খেতাব, নাইট অব দ্য অর্ডারস অব আর্টস অ্যান্ড লেটার্স, স্বাধীনতা পদক,একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার ছাড়াও প্যারিসের সরোবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি লাভ করেন। ১৯৬৯সালের১৩জুলাই আজকের দিনে ৮৪বছর বয়সে প্রথিতযশা এই মনিষী ঢাকায় ইন্তেকাল করেন।মহান রাব্বুল আলামিন এই মনিষী’ কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।আমিন।

 

Share This

COMMENTS