নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজশাহীর বাগমারা উপজেলায় ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি এবং কখনো ভারী বর্ষণ হচ্ছে থেমে থেমে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। অতিবৃষ্টিতে উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়াও অতিবৃষ্টিতে জমির ফসল রোপা আমন,সবজিসহ ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সরেজমিনে ঘুরেদেখা গেছে,নিম্নআয়ের মানুষ রুটি-রুজির তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে সড়কে লোকজনের চলাচল কম। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যবসাপ্রতিষ্ঠান গুলোও তেমন খোলেনি। অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহীদুল ইসলাম জানান,শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ পরিবর্তন হচ্ছে। এতেই নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।