প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ
রাজারহাটে বিভিন্ন গ্রুপের সাথে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাটে স্থানীয় স্টেক হোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১ ঘটিকায় ছিনাই ইউনিয়নের রাম রতন গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ছিনাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম সম্রাট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংকের সাবেক অফিসার রোস্তম আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোঃ নাহিদ হাসান, সহকারী শিক্ষক, কিশামত ছিনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইমাম মোঃ রোমান মিয়া- রামরতন জামে মসজিদ, ছিনাই ইউনিয়ন ইউপি সদস্য দুলালী আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর আলী সহ আরো অনেকে। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মিনহাজুল ইসলাম, আপেল মাহমুদ ও সাইদুল হক, বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.