প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ
রাজারহাটে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত
মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাটে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১৪ই সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ ঘটিকায় রাজারহাট ইউনিয়নের দেবী চরণ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
মোঃ শহিদুল ইসলাম ৪নং ওয়ার্ড রাজারহাট ইউপি সদস্যর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজ উদ্দিন দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহঃ সিনিয়র শিক্ষক মোঃ জসিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজ সেবক জনাব আদম মন্ডল, আইয়ুব আলী মন্ডল, সহ আরো অনেকে। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মিনহাজুল ইসলাম, আপেল মাহমুদ ও সাইদুল হক। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্ববান জানান ।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.