প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ
নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানঃ ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার কলমাকান্দার উমরগাঁও নতুন বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে আনা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
নেত্রকোনার দায়িত্ব প্রাপ্ত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার গ্রামের মোঃ আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে চোরাই পথে আমদানি করা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৮ আঠারো লক্ষ টাকা। জব্দকৃত চিনি বিজিবির নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.