প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি।। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ' ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় শহীদ মিনার প্রাঙ্গনে পটুয়াখালী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রশিদী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. হাসান আলী' র উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল বশর আজিজী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ আর আই এম অহিদুজ্জামান,
জেলা মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী আব্দুর রহমান আব্বাসী, জেলা ইসলামী আন্দোলনের সহকারী সম্পাদক মাস্টার মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলনের সুরা সদস্য মো. আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাওঃ মো. আবুল হাসান , জেলা জাতীয় শিক্ষক মো. সভাপতি মাওঃ মো. আনসার উল্লাহ আনসারী, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন, সাবেক ছাত্র নেতা এইচ এম আবু তাহের, সাবেক ছাত্র নেতা মো. ইলিয়াস আহম্মদ, সাবেক ছাত্র নেতা নেতা মো. নজরুল ইসলাম খান, জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও: মো. আবুল বশার জিহাদী,
ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজের সভাপতি মো. সাইদুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন জাফর, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাহিদ হোসেন লিটন, ইসলামী ছাত্র আন্দোলন পবিপ্রবি শাখার সভাপতি মুহাম্মদ আজিজুল হক, সহ- সভাপতি এইচ এম আলী হাসান, মির্জাগঞ্জ শাখার সভাপতি মো. আলিউল ইসলাম, দশমিনার সভাপতি ফয়সাল আহম্মদ, সদর উপজেলা শাখার আহবায়ক কাজী আরিফ বিলাহ, দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. নাসিম, কলাপাড়া শাখার সভাপতি মো. নোমান সিদ্দিকী, পৌর শাখার সভাপতি মাসুদ বিল্লাহ, বাউফল শাখার সভাপতি মো. আবু সালেহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- অনেক আন্দোলন- সংগ্রাম শেষে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন করে কোন ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃস্টি করতে চায় তাদেরকে কঠিন ভাবে প্রতিহত করতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। অন্তবর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। সমাবেশে আওয়ামীলীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি করেন প্রধান অতিথি নূরুল বশর আজিজী।
সমাবেশে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ইসলামী ছাত্র আন্দোলনের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে শত শত নেতা- কর্মী ও সমর্থক উপস্থিত হন।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.