এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ঃ নেত্রকোনায় নিজেদের মধ্যে গ্রæপিং ও মত বিরোধের কারণে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া মুক্তমঞ্চে নেত্রকোনা বৈষম্য বিরোধী ছাত্র আনোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু নিজেদের গ্রæপিং এর কারণে নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে সমাবেশ করতে পারেনি কেন্দ্রীয় স্বমন্বয়ক কমিটি।
পরে বিকেল সাড়ে ৫টায় নেত্রকোনা মুক্তমঞ্চের পিছনে ছোট পরিসরে অল্প কিছু নেতা-কর্মী নিয়ে কেন্দ্রীয় স্বমন্বয়ক কমিটির চারজন বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে অচিরেই এই গ্রæপিং এর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিরসন করার কথা জনান স্বমন্বয়করা। এ সময় কেন্দ্রীয় স্বমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন, আহসান সাঈদ খান, লুৎফুর রহমান, মুহ্তাসিম বিল্লাহ ও মাহফুদ রিয়েল।
নেত্রকোনা জেলা স্বমন্বয়করা জানান, দলীয় লোক ও সে সময় যারা আন্দোলনে ছিল না তারা এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রবেশ করে নৈরাজ্য ও বিশৃংখলা তৈরী করতে চাচ্ছে এ জন্যই আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়নি।