যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের বৈঠকে এ আহবান জানান তিনি। এসময় মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।
বৈঠক প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ নীতি সবচেয়ে উদার। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনও সংশোধন করা হয়েছে।
এসময় বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, মোবাইল ফোন এবং অটো মোবাইল, ওষুধসহ ১১টি খাতে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে দু'দেশের সম্পর্ককে আরো জোরদার করতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বন্ধুত্ব একই ধরনের মূল্যবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের সার্বিক ব্যবসায়িক সম্পর্কের প্রসারে যার প্রতিফলন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ ও অন্যান্য বাণিজ্য সুবিধা দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, এই সফরে আপনারা নিশ্চয়ই চলমান মেগা প্রকল্পগুলো দেখেছেন, যার মাধ্যমে আরও সরাসরি বিদেশি বিনিয়োগ আশা করছি আমরা। আমাদের সরকার দেশের নাগরিকদের জন্য দীর্ঘ-মেয়াদী প্রবৃদ্ধি অর্জনের কৌশল গ্রহণ করেছে যাকে টেকসই হিসেবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদেরা ও বিভিন্ন সংস্থা।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা বৈঠকে তুলে ধরে শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার আকাঙ্ক্ষার কথাও বলেন।
এ ধরনের একটি শক্তিশালী সম্ভবনা সামনে রেখে, আপনাদের জন্য ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে সম্ভাব্য সবচেয়ে ভালো নীতি কাঠামোর নিশ্চয়তা দিচ্ছি।
সরকার প্রধান বলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে উদ্বোধন হওয়া ইউএস-বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি টাস্কফোর্স দুই দেশের অংশীদারদের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.