জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি । খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
এতে চাল, ডাল, তেল, লবন, চিনি এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় ক্ষতিগ্রস্তদের। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।
প্রধান অতিথি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরই স্বজন। এই খাদ্য সামগ্রীকে আপনাদের জন্য উপহার। প্রতিটি দূর্যোগে নিজেদের আন্তরিকতা আরো সুদৃঢ় করে গড়ে তোলার কোন বিকল্প নেই জানিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, সেক্রেটারি মো: সাইফুল্লাহ, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের
সদস্য ধীমান খীসা, ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমূখ।