কুড়িগ্রামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অর্থ লুটপাট ও গাছ কর্তনের দায়ে পদত্যাগের দাবিতে মানববন্ধন
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বটতলা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১০ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বক্তারা জানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রতিষ্ঠানকে দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত করেছে। এসময় এলাকাবাসীর পক্ষে মমিনুল ইসলাম জানায় আব্দুর রহিম স্কুলের ইট,সিঁড়ি,টিন ও গাছ বিক্রি করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। অন্য দিকে এলাকাবাসী নুর মোহাম্মদ জানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্যে করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু প্রতিষ্ঠানের কোন উন্নয়ন বাস্তবায়ন করে নাই।
এছাড়া বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা হাফিজুর জানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বেরাচারী আওয়ামী সরকারের ক্ষমতার দাপটে সহকারী শিক্ষককে মারধর ও চাঁদাবাজি করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম একজন প্রাণী চিকিৎসক বটে তাঁর স্কুলের পাঠদান ও অন্যান্য উন্নয়ন মুলক কাজে মনোযোগ নেই মর্মে জানায় রফিকুল ইসলাম। এছাড়া স্কুলের প্রধান শিক্ষক পদ নিয়ে হাইকোটে একটি মামলা চলমান আছে বলে জানা যায়। এব্যাপারে ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম বলেন আমি অপরাধ করলে এর বিচার হবে। এবিষয়ে রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে জানান অএ প্রতিষ্ঠানে দুইটি পক্ষের মধ্যে একটি মামলা চলমান। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এই দুর্নীতি নিয়ে মানববন্ধনের বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।