সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির কৈলাশটিলার ৭ নম্বর পরিত্যক্ত কূপ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
শনিবার রাত ৮টা ৪৫ মিনিট হতে এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয় বলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে ২৯০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে চাপ) পাওয়া যাচ্ছে।
২০১৭ সালে পানি উঠায় কৈলাশটিলার ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। গত ফেব্রুয়ারিতে বাপেক্স কূপটিতে ওয়ার্ক ওভার (সংস্কার) শুরু করে। ২৪ এপ্রিল থেকে ওই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু হয়।
কৈলাশটিলা গ্যাসক্ষেত্রটিতে মোট ৭টি কূপ আছে। এর মধ্যে দুটি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হতো। এর সঙ্গে আরও ১৯ মিলিয়ন ঘনফুট যোগ হলো।
কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস পাওয়া যায় ১৯৬২ সালে। গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৮৩ সালে। এই ক্ষেত্রের উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৭৫৮ বিলিয়ন ঘনফুট।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.