এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : ৮ মে বিশ^ রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের উদ্যোগে শান্তি র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় স্থানীয় পাবলিক হলে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তি র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে এস শেষ হয়। সেখানে বেলুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ১০টায় পাবলিক হলে আলোচনা সভা শুরু হয়। নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, নেত্রকোনা রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদস্য মোজাম্মেল হক বাচ্চু, আবু নাসের মিলু, এ টি এম এ রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.