প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৪, ২:৪২ অপরাহ্ণ
নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামাতের মত বিনিময় সভা
নাটোর প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত প্রায় ৩০ টি মন্দিরে সভাপতি-সেক্রেটারী সহ উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ - খ্রিষ্টান ঐক্যের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
আজ দুপুরে বাগাতিপাড়া উপজেলা জামাতের উদ্যোগে গালিমপুরে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ষ কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নাটোর জেলা জামাতের আমির ডঃ মীর নুরুল ইসলাম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পুলক কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ ও সচিন মুখার্জি, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়,নাটোর জেলা কর্মপরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাগাতিপাড়া উপজেলার জামায়াতের আমীর এ কে এম আফজাল হোসেনে, উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডু সহ পুরোহিত সুকুমার মুখার্জি।
এ সময় আলোচকরা বলেন, সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে বাংলাদেশের যে সুনাম রয়েছে তা নষ্ট করার জন্য একটি মহল অবচেষ্টা চালাচ্ছে। সম্মিলিতভাবে এর প্রতিরোধ করা হবে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.