নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের দুই দিন পর মোতালেব হোসেন (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে বড়াল নদীর সালাইনগর নৌকা ঘাটের নিকটে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধের বাড়ি উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামে।
নিহতের স্বজনরা জানায়, গত বুধবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে তিনি নদী পার হয়ে পাশ্ববর্তী ইউনিয়ন জামনগরের বাঁশবাড়িয়া হাটে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আতœীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার সকালে বাঁশবাড়িয়া যাওয়ার রাস্তার আশে পাশে খোজার সময় বড়াল নদীর ধারে সালাইনগর নৌকা ঘাটের পূর্ব পাশে ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে ব্যাগ ভর্তি বাজারও ছিল। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বৃদ্ধের নাতি নাইম হোসেন বলেন, তার দাদার সাথে করো শত্রুতা নেই। তাদের ধারণা বাজার থেকে আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঝোপের ভেতর যান তিনি। এবং সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত দেহ উদ্ধারের সময় তাঁর শরীর ও পোশাক পায়খানায় মাখানো ছিল। এবং তাঁর শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, মৃতদেহ পাওয়ার খবর পেয়ে তিনি নিজেই সেখানে গিয়েছেন। মৃতদেহ দেখে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।