স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকালে হলিধানী মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আবদুর রহিম বাদশা, ইরান বাদশা, সেলিম মোল্লা, আমিনা খাতুন, লিটন মিয়া, আলী হাসান, রহমত আলী, সালাম মিয়া, রাসেল হোসেন ও নাজমুল হোসেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হলিধানী চাতাল এলাকায় কে বা কারা আতশবাজি ফোটায়। এ নিয়ে সন্ধ্যায় ওই গ্রামের মসলেম উদ্দিনের সমর্থকদের সঙ্গে ওমর আলী সর্দারের সমর্থকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.