জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। খাগড়াছড়ি দীঘিনালায় বন্যাকবলিত এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
সেনাবাহিনীর খাগড়াছড়ি ৫ ফিল্ড এম্বুলেন্সের আয়োজন ও দীঘিনালা জোনের সহযোগিতায় ৮ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিরতণ করা হয়েছে।
বোয়ালখালী, কবাখালী ও মেরুং ইউনিয়নের এলাকার কয়েকটি গ্রামের ৮শত বন্যার্ত মানুষেরা চিকিৎসা নেন।
এসময় খাগড়াছড়ি ০৫ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্ণেল রাকিবুল ইসলাম পিএসসি, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি উপস্থিত ছিলেন।
এসময় গাইনী রোগ বিশেষজ্ঞ লেঃ কর্ণেল সেতারা , মেডিসিন বিশেষজ্ঞ মেজর আসিফ রোবায়েত, গাইনী রোগ বিশেষজ্ঞ মেজর সাবিনা, দীঘিনালা সেনা জোনের চিকিৎসক ক্যাপ্টেন রাকিব, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আশুতোষ চাকমা ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শিউলী রহমান রোগিদের চিকিৎসা সেবা দেন।
চিকিৎসা নিতে আসা রোগিরা জানান, দূর সময় সেনাবাহিনী চিকিৎসা ও ঔষধ দিয়েছে আমরা খুশি।