লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতিবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাকে খুন করার অভিযোগ উঠেছে। বুধবার (৪মে) রাত সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ দুপুরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভেলাগুড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উত্তর জাওরাণী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ও আব্দুল আজিজের মধ্যে ভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এই সীমানা নির্ধারণের জন্য গত সাপ্তাহে দুপুরে উভয় পক্ষই জমি মাপার জন্য সার্ভেয়ার নিয়ে আসে।
কিন্তু ওইদিন না হলেও আজ বুধবার আবারও সার্ভেয়ার মাপামপি শুরু করলে ভাতিজা নিজাম উদ্দিনের সঙ্গে চাচা আব্দুর রশিদ ও তার ছেলে রহমত আলী, রইচ উদ্দিন, ও আব্দুর রাজ্জাকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-শোটা ও লোহার রড নিয়ে মারামারি শুরু করে। এ সময় নিজাম উদ্দিনের লাঠির আঘাতে চাচা আব্দুর রশিদ ও চাচাত ভাই রহমত, রইচ ও রাজ্জাক আহত হন।পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আব্দুর রশিদ মারা যান।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরিবার একটি হত্যা মামলা করার কথা রয়েছে। মামলা হলেই আসামীকে গ্রেফতার করা হবে। নিহত রশিদের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.