রনি আকন্দ, জয়পুরহাট প্রতিনিধিঃ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ জয়পুরহাট জেলার কালাই উপজেলা গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা সাড়ে ৪টার উদয়পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে মোসলেমগঞ্জ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদয়পুর ইউনিয়ন আমির মো.আব্দুস সোবহানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া। এ সময় তিনি বলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোণঠাসা করে রেখেছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়।
এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের শুরা সদস্য মাওঃ নূরুজ্জামান সরকার, কালাই উপজেলা আমীর আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলীম, নায়েবে আমীর মাওলানা মুনছুর রহমান, মোজাফ্ফর হোসেন, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মো. রকিব উদ্দিন, জেলা শিবির নেতা আব্দুস সালাম, মাছুদ রানা, ফিরোজ হোসেন প্রমূখ।
সম্প্রীতি সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেন।