প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
নওগাঁর সিংসাড়া স্কুল এন্ড কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে উত্তাল
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: অধ্যক্ষের পদত্যাগ স্লোগানে মুখরিত নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০ টায় কলেজ মাঠে আন্দোলন শুরু হয় শেষ হয় দুপুর ১ টায়। এ সময় শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন এর নানা রকম দুর্নীতি স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠানের অর্থ অত্মসাৎ স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে থেকে ফর্ম ফিলাপের অতিরিক্ত টাকা আদায়, শিক্ষক ও স্কুলের কর্মচারিদের নিয়োগের জন্য অর্থ আদায়ের পরও চাকুরি না দেওয়া, নৈতিক অধপতনের সুস্ঠ তদন্ত ও বিচারের দাবী সহ তার পদত্যাগের জন্য আন্দোলন করেন তারা।
এ সময় নাম প্রকাশে এক শিক্ষক বলেন, অধ্যক্ষ মোঃ ফরিদুল ইসলাম রতন চাকুরি কালের বেশি ভাগ সময় দুর্নীতির জন্য তাকে বহিষ্কার থাকতে হয়েছে তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি তার চাকুরি বহাল রেখেছেন। স্কুল কলেজের শহীদ মিনারের ও স্কুলের সংস্কারের অর্থ আত্মসাৎ করেছেন। তিনি ১৪ টন চাল/গম স্কুল বরাদ্দ আত্বসাৎ করার জন্য ৩ মাস (হাজদ) বাস করে জাবিনে বেড়িয়ে আসেন। হিন্দু ছাত্র-ছাত্রী কল্যাণ স্ট্যাস্টের টাকা আত্মসাৎ করেন। এ ছাড়াও তিনি শিক্ষকদের কাছে থেকে জোর করে চাঁদা নেয় চাঁদা দিতে রাজি না হলে বেতন বন্ধ করে চাঁদা নেয়। তার বিরুদ্ধে গত ১৮/০২/২০২৪ ইং সারক্ষ নং- ১/কল/রাজ-৫২৬(২য়)৯২৪ জেলা প্রসাশক নওগাঁ। তদন্ত প্রতিবেদন মাধমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়াম্যানের আদেশ ক্রমে কলেজ প্ররিদর্শক মোঃ এনামুল হক আইডি নং- ০১৫২৫৮ এর স্বাক্ষরিত প্রতিবেদনে তার বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন শিক্ষকের প্রতি নিপীড়ন পাঠদান ও পরিক্ষা গ্রহনে অনিয়ম প্রতিষ্টানের নৈতিক পরিবেশের চরম অবনুতি প্রমানিত হওয়ার পরেও চাকুরিতে বহাল। তার শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের সাথে খারাপ ব্যবহার ও ছাত্রীদের সাথে অশ্লিল কথা বার্তা সহ তার স্ত্রী থাকা অবস্থায় ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে বিবাহ করেন।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.