স্টাফ রিপোর্টার :: যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে ১ মে রবিবার ভোরে। কাপ্তাই উপজেলাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিনছড়া মুখ এলাকা থেকে কাপ্তাইয়ের জীবতলি ৭ আর ই ব্যাটালিয়নের সেনা বাহিনী এবং কাপ্তাই থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ বিমল চাকমা (২২) নামের ওই সন্ত্রাসীকে আটক করেছে।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, রবিবার ভোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে তার বাড়ী থেকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকায় বসবাসরত মহিসুর চাকমার ছেলে। ওসি আরো জানান, আটককৃত বিমল চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মুল) সন্তু গ্রুপের একজন সশস্ত্র কর্মী। আটককৃতের কাছ থেকে এসএমজি ১টি, ম্যাগজিন ১ টি, ১৫ রাউন্ড গুলি, দেশীয় রাইফেল ১ টি এবং রাম দা ১টি উদ্ধার করা হয়। সে বড় ধরনের কোন নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে থানা সূত্র জানায়।
এঘটনায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে রবিবার আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। আটক আসামীকে রবিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এবিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজএসএস-মুল) এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.