সেনবাগে ভয়াবহ বন্যায়, সাড়ে তিন লাখমানুষ পানি বন্দী পানিতে ডুবে শিশুর মৃত্যু
জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে স্বরণকালের ভয়াবহ বন্যায় সাড়ে ৩লাখ মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। বন্যার পানিতে ডুবে উপজেলার কাবিলপুর ইউপির ইয়ারপুর ১নং ওয়ার্ডের সাহেব উল্লাহ বাড়ির সৌদি প্রবাসী মোঃ সোহেলর ছেলে মাহবুব (৬) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিমধ্যে উপজেলার ৮২ টি স্কুল,কলেজ ও মাদরাসাকে আশ্রায় কেন্দ্র হিসেবে ঘোষনা করা হয়েছে। এছাড়াও সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম শয়েস্তানগরীর মালিকানাধীর ছমিরমুন্সিরহাট ড্রীম কমিউিনিটি সেন্টারকে আশ্রায় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। ওই সেন্টারে আশ্রিতদের খাওয়ার ব্যবস্থা করা হয়। ওই আশ্রয় কেন্দ্রে গুলোতে প্রায় ১০ হাজার মানুষ আশ্রায় নিয়েছে বলে জানিয়েছেন,সেনবাগ উপজেলা নির্বাহী অফিষার মোঃ জিসান বিন মাজেদ। বন্যাদুর্গতদের জন্য ২০ মেট্রিক টন চাউল ও প্রতিটি ইউনিয়নে নগদ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।