খুলনার রূপসা আলাইপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় খন্দকার ফিরোজ আহমেদ নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার আলাইপুর ছোট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ যশোর ঝিকরগাছা শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে। পুলিশ ট্রাক চালককে আটক করতে পারেনি। রূপসা থানা পুলিশের উপ-পরিদর্শক তারেক রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফিরোজ আহমেদ রূপসার আরআরএফ নামে একটি এনজিও'র বিজনেস ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সকালের দিকে তিনি অফিসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলাইপুর ছোট ব্রিজের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। উত্তেজিত জনতা ধাওয়া দিলে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.