শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঘায় সরকারি জমিতে স্থায়ীঘর করায় ভেঙ্গে ফেলা হয়েছে 

বাঘায় সরকারি জমিতে স্থায়ীঘর করায় ভেঙ্গে ফেলা হয়েছে 

৬২ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে সরকারি জমিতে স্থায়ী ঘর ভেঙ্গে দিয়েছে উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি।
রবিবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময়  আড়ানী পৌর বাজারে পৌর সভার অফিসের পাশে সরকারি জমিতে নিদের্শনা উপেক্ষা করে রড খুটি দিয়ে স্থায়ী ঘর তৈরী করায় ভেঙ্গে দিয়েছে উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপ সহকারী কমিশনার (ভুমি) সাবিয়া সুলতানা ডলি। তিনি বলেন শাহাবুল ইসলামের পাশের যে ঘরটা তৈরী করেছে সেটার কাগজ থাকার কথা জানিয়েছে, কগজপত্র না থাকিলে সেটাও ভেঙ্গে ফেলা হবে। উপজেলার অন্য বাজারেও সরকারি জমিতে স্থায়ীঘর ভেঙ্গে ফেলা হয়েছে।
আড়ানী ভুমি অফিসের উপ-সহকারী খাদেমুল ইসলাম বলেন সরকারি জমিতে স্থায়ীঘর তৈরী করায় ভেঙ্গে দিয়েছে উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সহকারী কমিশনার ভুমি।
Share This