প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের বড়বন্দরস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এটিএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রজব আলী সরকার। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, সহ-সভাপতি আলহাজ্ব মো. মফিতুল্লাহ চৌধুরী বাবলা, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. শরিফুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম (সেলু), সড়ক সম্পাদক আলহাজ্ব মো. আলী হোসেন, নির্বাহী সদস্য আলহাজ্ব মো. গোলাম আযম কাজল, মো. জাহাঙ্গীর হক খান লাভলু, মো. রাহবার কবির পিয়াল, মো. হুমায়ুন কবির, আলহাজ্ব মো. নুরুল ইসলাম, আলহাজ্ব মো. নাজির আহাম্মেদ, শ্রী রতন কুমার সাহা, মো. সাইফুর রহমান, মো. নুরুল হুদা (বিপুল), মো. মানজুর রশিদ, হোসেন মো. রাউফুর রহিম, এএসএম মোর্শেদ আলম (সুমন), মো. মোবাশ্বের আহমেদ-সহ সদস্যবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাচারী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহাদৎ হোসেন।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.